গত ২৮শে অক্টোবর বি এন পি জামাত এর মহাসমাবেশে নিহিত পুলিশ কনস্টবল আমিরুল ইসলাম পারভেজ এর নিজ বাড়ীতে আসেন এম পি মমতাজ নিহত পারভেজ এর স্ত্রী কন্যা সহ পরিবারের সকলের সাথে সক্ষাৎ করেন তিনি,একপর্যায়ে নিহত পারভেজ এর একমাত্র শিশু কন্যাকে জড়িয়ে ধরে আবেগে আপ্লূত হয়ে পরেন তিনি,শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা যানান এবং বলেন পারভেজ এর রক্ত বৃথা যেতে দিবেনা। এ সময়ে উপস্থিত ছিলেন এম পি মহোদয়ের সফর সংগী মোঃশহিদুর রহমান(শহীদ) সাধারন সম্পাদক সিংগাইর উপজেলা আওয়ামীলীগ, আরো উপস্থিত ছিলেন মোঃএ কে এম আজিজুল হক সভাপতি দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, মোঃআব্দুল কদ্দুস,সাধারন সম্পাদক দৌলতপুর উপজেলা আওয়ামীলীগ, মোঃমোশারফ হোসেন,এ কে এম নাসির উদ্দিন(আবুল)উপজেলা ভাইস চেয়ারম্যান দৌলতপুর উপজেলা পরিষদ,মাসুদুল হাসান,ও উপজেলা যুবলীগ, ছাএলীগ,ও সহযোগী অংগ সংগঠন।