নওগাঁ জেলা রিপোর্টারঃ
নওগাঁর মহাদেবপুরের বহুল আলোচিত শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার মামলায় অভিযুক্ত নিপেন চন্দ্র বর্মণ ওরফে ভুট্টু (৪০) আটক করেছে মহাদেবপুর থানা পুলিশ।
সোমবার সকাল ১১টায় নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের মধ্য-বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেন মহাদেবপুর থানা পুলিশ। আটকের পর সোমবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে অভিযুক্তকে নওগাঁ জেল- হাজতে প্রেরন করেছেন পুলিশ।
আটককৃত নিপেন চন্দ্র বর্মন ওরফে ভুট্টু মহাদেবপুর উপজেলার হাতুড় ইউনিয়নের গোপালপুর গ্রামের রাজেন্দ্র চন্দ্র বর্মণের ছেলে।
মামলা ও স্থানিয় সুত্রে জানা যায়, চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে ঐ শিশু শিক্ষার্থীকে গত ৩১ অক্টোবর বিকেলে ধর্ষণ চেষ্টার এ ঘটনাটি ঘটে। এরপর ভুক্তভোগী ঐ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মহাদেবপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এজাহার দায়ের করলে গত ২ নভেম্বর মামলাটি রেকর্ড করেন থানা পুলিশ।
অভিযুক্তকে আটকের সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, মামলার পর থেকে সে পলাতক ছিল। অবশেষে তাকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।