1. news@bdsartv.com : বার্তা বিভাগ : বার্তা বিভাগ
  2. admin@bdsartv.com : admin :
বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

কমলনগরে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন সম্পন্ন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১৮৭ বার পঠিত

মোঃ রিয়াজ তালুকদার কমলনগর (লক্ষীপুর) প্রতিনিধি :

আজ ১২ ডিসেম্বর মঙ্গলবার সারা দেশে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পালিত হয়েছে।
তার ই ধারাবাহিকতায় লক্ষীপুর জেলার কমলনগর উপজেলায় এ ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এ ক্যাম্পেই চলে।

উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিক ও ইপিআই কেন্দ্র ঘুরে দেখা যায়, স্বাস্হ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা স্বতপূর্ত ভাবে কেন্দ্রে আশা শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হয়।আলাপ কালে
স্বাস্হ্য কর্মীরা বলেন, ৬-১১ মাস বয়সী শিশুদের নীল রঙের ভিটামিন। ‘এ’ক্যাপসুল ও ১২-৫৯ মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল আমরা খাওয়াচ্ছি।

উপজেলার ভিটামিন ‘এ’ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তাহের অনেকগুলো কেন্দ্র পরিদর্শন করে জানান, উপজেলায় ৬-১১ মাস বয়সী মোট শিশুর সংখ্যা ৪২৭৩ জন এবং ১২-৫৯ মাস বয়সী মোট শিশু সংখ্যা ৩২৩৭৪ জন।
কমলনগর উপজেলায় প্রতিটি কেন্দ্রে নির্দিষ্ট টার্গেট অনুযায়ী ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়েছে।
খুব কম সংখ্যক শিশু বাদ পরেছে এই ক্যাম্পেইন থেকে যেসকল শিশু বাদ পড়েছে তাদেরকে আমরা পরবর্তী ইপিআই কেন্দ্রে আবার ও ক্যাপসুল খাওয়ানো হবে। যেন কোন শিশুই যেন এই সুফল থেকে বাদ না পরে।
তিনি বলেন, শিশুর পুষ্টির জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিশুদের ৯ মাস থেকে ৪ বছর বয়সী শিশুদের মধ্যে ভিটামিন ‘এ’ এর অভাব জনিত রোগ বেশি দেখা যায়। বিশেষ করে শিশুদের শরীরে ভিটামিন ‘এ’এর অভাব থাকলে মেসেলস ও ডায়রিয়া জাতীয় অসুখ বেশি দেখা দেয়।

তিনি আর ও বলেন, আমাদের দেশে অনেক শিশু ভিটামিন ‘এ’ এর অভাবে দৃষ্টিশক্তি হারায় এই ভিটামিন শিশুর দৈহিক, মানসিক ও রোগ প্রতিরোধক শক্তি হিসেবে অনেক গুরুত্বপূর্ণ।

তাই সরকার বছরে ছয় মাস পর পর দুই বার সারা দেশে এই ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন পরিচালনা করে। তার-ই ধারাবাহিকতায় আজ এই বছর দ্বিতীয় বারের মতো ভিটামিন ‘এ’ খাওয়ানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই ক্যাটাগরীর আরো খবর

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১